এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে এসে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে জেলার শালবনি ব্লকের ৪ মহিলা সহ ১ যুবক

Published on: January 31, 2020 । 12:24 PM

সৌমেন মিশ্রঃ রাতের অন্ধকারে কংক্রিটের সেতু থেকে যাত্রীসহ ইঞ্জিন ভ্যান গভীর খালে পড়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে। গুরুতর আহত চালক সহ চার মহিলা। আহতরা এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
ঘটনা ঘাটাল মহকুমার দাসপুর থানার নাড়াজোল এলাকার দানিকোলা গ্রামের। স্থানীয় সূত্রে জানাগেছে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত প্রায় ৮টা নাগাদ নাড়াজোল কাঁটাদরজা ঢালাই রাস্তায় দানিকোলা গ্রামের কাটাখালে এই দুর্ঘটনা ঘটে।

ইঞ্জিন ভ্যানে করে ঘাটালের রঘুনাথপুর থেকে চালক উজ্জ্বল সিং অপর চার মহিলাকে নিয়ে ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোলে যাবার পথে কাটাখালের উপর এক কংক্রিটের সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ভ্যানের ৫ জনই গুরুতর জখম হন। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রাই নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার গুরুত্ব বুঝে ওই রাতেই নাড়াজোল হাসপাতাল থেকে আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে চালক উজ্জ্বল সিং মালা ভুঁইঞা,মমতা ভুঁইঞা,পাখি ভুঁইঞা সহ আর এক মহিলাকে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থেকে ঘাটালের রঘুনাথপুরে এসেছিলেন ধানের চারা আনতে। সেই চারা নিয়ে ফিরবার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, কাটাখালের সেতুতে ওঠার ঢাল অত্যধিক খাড়াই। তার উপর বুড়ি গাঙ নদী থেকে এই কাটাখালের উপর এই সেতুর রেলিং নেই বললেন চলে। এই কারণে নিয়মিত ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে।(ছবি-শ্রীকান্ত আদক)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now