ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার ডিহিচেতুয়ায় পথ দুর্ঘটনার কবলে এক প্রাইভেট কার। স্থানীয় সূত্র মারফৎ জানাগেছে আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এক লরি ও এক প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মারুতি কোম্পানির ওই প্রাইভেট কারের চালকের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পথ দুর্ঘটনায় হতাহতের খবর নাই।
ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুরে পথ দুর্ঘটনার কবলে এক প্রাইভেট কার
By সৌমেন মিশ্র
Published on: January 23, 2020 । 11:10 AM










