আজ বুধবারের সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার গয়লাখালির কালভার্টে এক মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়রে রাস্তার পাশের খালে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের অভিযোগ অনিয়ন্ত্রিত গতিবেগ,খারাপ রাস্তা সাথে অতিরিক্ত মাল বোঝাই দুর্ঘটনার মূলবকারণ। স্থানীয়সূত্রে জানাগেছে এই ঘটনায় কেই হতাহত হয়নি। দুর্ঘটনার জেরে এই সড়কের স্বাভাবিক যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যহত হলেও পরে দাসপুর পুলিসের তৎপরতায় তা স্বাভাবিক হয়েছে।
ঘাটাল পাঁশকুড়া সড়কের গয়লাখালিতে মালবাহী লরি দুর্ঘটনার কবলে
By সৌমেন মিশ্র
Published on: January 22, 2020 । 9:02 AM





