বুবাই প্রামানিক: মর্মান্তিক এক পথদুর্ঘটনায় আবারও প্রাণ গেল দাসপুর থানার জ্যোতভগবান গ্রামের বাসিন্দা অভিষেক মাইতির (২৫)। জানা গেছে আজ ৩ জানুয়ারি শুক্রবার বেলা ১০ টার সময় ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য বাড়ি থেকে সোনাখালি ইলেকট্রিক অফিসের দিকে বাইকে চড়ে যাচ্ছিল অভিষেক, সেই সময় গোছাতি রবিদাসের আশুদতলাতে অপর প্রান্ত থেকে আসা একটি বাইকের সাথে সংঘর্ষ হয় তার।গুরুতর অবস্থায় অভিষেককে সোনাখালি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঘাটালে পাঠানো হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








