সাবধান!পথ দুর্ঘটনার কবলে স্কুটি নিয়ে গৃহবধূ

পথ দুর্ঘটনার কবলে স্কুটি নিয়ে গৃহবধূ। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে নাড়াজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাবধান হন। আমরা রাস্তায় কুকুর দেখলেই আগে থেকে সাবধান হয়ে কুকুরের গতিবিধি বুঝে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তায় অনেক সময়ই কুকুর অস্বাভাবিক ভাবে আবার গাড়ির দিকেই ফিরে আসে বা দ্রুত গতিতে ধাওয়া করে।

পরিসংখ্যান বলছে গ্রাম বাংলায় রোজ বাইক দুর্ঘটনার অন্ততপক্ষে ৩০ শতাংশ দুর্ঘটনাই রাস্তায় কুকুরের জন্য হয়। আজ বৃহস্পতিবার বেলা প্রায় সড়ে ১১টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কের রাজারপুকুর মোড়ে ঠিক এমনই এক কুকুরের কারণে নাড়াজোল রামদাসপুরের কার্তিক দোলোই এর স্ত্রী কুহেলী দেবীও পথ দুর্ঘটনার কবলে পড়লেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি স্কুটিতে করে দাসপুরের দিকে যাবার পথে হঠাৎ স্কুটির সামনে কুকুর এসে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিসহ উল্টে পড়ে।

স্থানীয় এলাকাবাসী ও সিভিকদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে বর্তমানে নাড়াজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেদিনীপুরে মোহনপুর সেতুতে ভারী যানবাহন নিষিদ্ধ করার কারণে কাছে পিঠের জাতীয় সড়কের সমস্ত মাল বোঝাই গাড়িই এখন ঘাটাল মেদিনীপুর বা ঘাটাল পাঁশকুড়া সড়ক হয়ে যাতায়াত করছে,বেড়েছে এই দুই সড়কে গাড়ির সংখ্যা৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলুন। সমস্যা হলে সংশ্লিষ্ট থানায় জানান।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭