বেহাল রাস্তার হাল ফেরাতে ঘাটাল আরামবাগ সড়কে পথ অবরোধ,টনক নড়ল প্রশাসনের

দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল,নিয়মিত লেগেই আছে পথ দুর্ঘটনা অবশেষে মানুষ রাস্তায় নেমে রাস্তা সারাইয়ের দাবি তুলে পথ অবরোধ করল। ঘটনা জেলার ঘাটাল আরামবাগ সড়কের।

ঘাটাল থানার ঢল গোড়া থেকে বালিডাঙ্গা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রায় পাঁচ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের কাছে বারে বারে রাস্তা সারাইয়ের দাবি তুলেছে স্থানীয়রা, কোনো সুরাহা হয়নি।

স্থানীয়দের অভিযোগ প্রশাসন বারেবারে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছে। আজ সোমবারের সকাল থেকে সেই রাস্তায় নেমেই স্থানীয়দের পথ অবরোধ। দাবি একটাই দ্রুত সারাতে হবে রাস্তা। উল্লেখ্য এই রাস্তাটি ঘাটালের সাথে আরামবাগকে সরাসরি সংযোগ যে শুধু করছে তা না পাশাপাশি দুই জেলার সংযোগও করছে।

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার অবরোধ চলার পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে শেষমেষ অবরোধ উঠে যায়। ব্লক প্রশাসন জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই রাস্তার যাবতীয় অফিশিয়াল কাজকর্ম শেষ করে রাস্তার কাজ শুরু হয়ে যাবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।