রবীন্দ্র কর্মকার: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল ডিওয়াইএফআই। আজ ৩০ শে জুলাই ঘাটাল-রানীচক সড়কের খানজাপুর রথতলায় এই অবরোধের জেরে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘাটাল-রানীচক রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ
Published on: July 30, 2019 । 9:23 PM







