এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর-মেদিনীপুর সড়কের দুবরাজপুরে পথ অবরোধ

Published on: June 20, 2020 । 11:51 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার দুবরাজপুরে তীর ধনুক নিয়ে আজ সকাল থেকে পথ অবরোধে এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। প্রথমিকভাবে জানা গেছে এলাকার একটি জমিতে পানীয় জলের রিসারভার বসানোয় বাধা দিতেই তাঁদের এই পথ অবরোধ।

অবরোধকারীদের দাবি ওই স্থানে তাঁরা বছরের পর বছর ধরে বনদেবীর পুজো করে আসছেন। ওই স্থানে কিছুতেই তাঁরা অন্য কিছুই করেতে দেবেন না। ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর পুলিশ। কিন্তু আদিবাসীরা তাঁদের দাবিতে অনড়।  বিস্তারিত পরে জানানো হচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭