বন‍্যার পরই বেহালদশা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা : কবে শেষ হবে নিত‍্য যাত্রীদের দুর্ভোগ?

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যার পরই বেহালদশা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। ঘটনা ঘাটাল ব্লকের দেওয়ানচক্-২ গ্রামপঞ্চায়েতের।ওই গ্রামপঞ্চায়েতের ভাগীরথপুর ব্রিজ থেকে বাংলাঘাট পর্যন্ত রাস্তাতে যে সমস্ত পাথরের কাজ হয়েছিল তা কোথাও ক্ষয়ে গিয়েছে, কোথাও পাথর এমন ভাবে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে তাতে যেকোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। বর্তমানে এই রাস্তাতে বড় গাড়ি চলাতো দূরের কথা পথচলতি মানুষদের সাইকেল কিংবা মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়াই দুস্কর হয়ে উঠেছে। একপ্রকার প্রাণ বাজি রেখেই সাধারণ মানুষদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দা সহ পথচলতি মানুষেরা এবিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।তাঁদের প্রশ্ন একটাই,কবে শেষ হবে এই দুর্ভোগ? যদিও প্রশাসনের দিক থেকে গ্রামপঞ্চায়েত প্রধান করুনা সেনী জানিয়েছেন, ভাগীরথপুর ব্রিজ থেকে দেওয়ানচক্ পর্যন্ত রাস্তাটি মোট তিনটি পার্টে কাজ চলছে। রাস্তাটির বর্তমান অবস্থা খুবই খারাপ,চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা যায়।এ বিষয়ে জেলা প্রশাসন এবং পূর্তকর্মাধ্যক্ষের সাথে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন কালী পুজোর পর রাস্তার কাজ আবার শুরু হবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।