জলবন্দি এলাকার এক সাপে কাটা এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল মহকুমা প্রশাসন

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির চার দিক প্লাবিত। তারই মাঝে থাকা এক পরিবারের বৃদ্ধাকে সাপের কামড় দেয়। ফলে দিশে হারা হয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। পুলিশ ও প্রশাসন খবর পেয়ে সঙ্গেসঙ্গেই বৃদ্ধাকে উদ্ধার করার ব্যবস্থা করে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজ ৩ আগস্ট বিকেলে ওই ঘটনাটি ঘটেছে। সাপে কাটা ওই বৃদ্ধার নাম মায়া সাতিক। ঘাটাল থানার মনশুকা বলরামপুরে বাড়ি।
প্রসঙ্গত আজ বিকেল ৩টা নাগাদ মায়াদেবীকে তাঁর বাড়িতেই চন্দ্রবোড়া সাপের কামড় দেয়। বন্যা পরিস্থিতির ফলে অনেক চেষ্টা করেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি পরিবারের লোকজন, বিকেল সাড়ে ৫টা নাগাদ যোগাযোগ করে ঘাটাল থানায়, ঘাটাল থানা পুলিশ ও এনডিআরএফ এর যৌথ উদ্যোগে সন্ধ্যে নাগাদ স্পিড বোর্ডের এর মাধ্যমে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।