শঙ্কর দোলইয়ের ফেসবুকে ‘বিধায়ক’ শব্দ নিয়ে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতা:নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে অনেক আগেই লাগু হয়ে গেছে আদর্শ আচরণবিধিও। বিধি মেনেই নির্দিষ্ট পদের নাম উল্লেখ করা বন্ধ করেছেন অধিকারী এবং জনপ্রতিনিধিরা। তবে ব্যতিক্রম থাকাটা এমন কিছু আশ্চর্যজনক নয়।
ঘাটাল এর প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইয়ের  অফিসিয়াল ফেসবুক পেজে এখনও জ্বলজ্বল করছে ‘ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই’। ভোটের ফল প্রকাশের আগেই কিভাবে নিজেকে বিধায়ক ঘোষণা করা যায় তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আর চমক এখানেই শেষ নয় ২৩ মার্চ একটি ই-পোস্টার পোস্ট করে সেখানে খানাকুল বিধানসভার প্রার্থী হিসেবে নিজেকে জাহির করতে দেখা গেছে।সেখানে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য খানাকুল বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করতেও দেখা গিয়েছে।ফেসবুক কমেন্ট বক্সে কয়েকজন সংশোধন করার কথা বললেও দীর্ঘ সময় কেটে গেলেও পোস্টটি সংশোধন হয়নি। পোস্ট দেখে বিরোধী শিবির এর তরফ থেকে উড়ে এসেছে বেশ কিছু বাঁকা মন্তব্য। একুশে নির্বাচনের কঠিন লড়াইয়ের মাঠে তাহলে কি দিশেহারা বিদায়ী বিধায়ক?
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।