এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাত তিনটার সময় বালিশের তলা থেকে উদ্ধার বিষধর কালাচ

Published on: April 19, 2022 । 8:36 AM

তৃপ্তি পাল কর্মকার: রাত তিনটার সময় বিছানা থেকে উদ্ধার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হল বিষধর কালাচ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার পুড়শুড়ি গ্রামে কমল সিনসার বাড়িতে। ১৮ এপ্রিল রাত আড়াইটা নাগাদ বাথরুমে যাবার জন্য উঠতেই বিছানায় একটা সাপকে চকচক করতে দেখে ভয় পেয়ে যান কমলবাবু। কমলবাবুর বাড়ির পাশেই ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষের বাড়ি। মলয়বাবুকে খবর দেওয়া হয়। রাত তিনটার সময় কমলবাবুর বিছানার বালিশের তলা থেকে উদ্ধার হয় কালাচ সাপটি। উল্লেখ্য বাড়িটি মাটির।
কালাচ সাপ মারাত্মক বিষধর। কামড়ালে জ্বালা যন্ত্রনা থাকে না বলে মানুষ টের পায়না। রাতে বাথরুমে যাবার জন্য না উঠলে হয়তো সাপটি কামড়ে দিত কমলবাবুকে। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, গায়ে কোনও ভাবে হাত পড়লেই সাপটি ছোবল দিত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad