এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ছবি আঁকতে রাজ্যে যাচ্ছে সপ্তদ্বীপা

Published on: November 25, 2023 । 7:21 AM

অনামিক বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ক্ষীরপাই ডাঃ এসকে বর্মন মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সপ্তদ্বীপা খাঁ এবার রাজ্য কলা উৎসবে রাজ্যস্তরের টু-ডি ভিজ্যুয়াল আর্ট তথা অঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। জেলাস্তরে প্রথম হওয়ার সুবাদেই সে রাজ্যস্তরে অংশগ্রহণ করার এই সুযোগ পেয়েছে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর রাজ্যস্তরে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। সপ্তদ্বীপা বলে, আমি গত বছর যখন অষ্টম শ্রেণিতে পড়তাম তখন ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর সম্বন্ধে জানতে পারি। ওই বিষয়টি আমার মনে নিদারুণ ভাবে দাগ কাটে। যা আমি আজও ভুলতে পারিনি। তারই প্রতিফলন হিসেবে আমি ক্যানভাসে এই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি। সপ্তদ্বীপার অঙ্কন শিক্ষক কার্তিক সরেন বলেন, পড়াশোনার পাশাপাশি সপ্তদ্বীপা অঙ্কনেও বেশ ভালো। এর আগেও বহু জায়গা থেকে অঙ্কন নিয়ে সম্মানিত হয়েছে। আমার ছাত্রীকে সকলে আশীর্বাদ করুন যাতে রাজ্যস্তরে প্রথম হয়ে জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।