২০২১ বিশ্ববাংলা শারদ সম্মান •ঘাটাল মহকুমা থেকে

তৃপ্তি পাল কর্মকার:  ২০২১ সালে বিশ্ববাংলা শারদ সম্মান ঘাটাল মহকুমা থেকে মোট সাতটি পুজো কমিটি পেয়েছে। ঘাটাল মহকুমায় ৩০০’র বেশি সর্বজনীন দুর্গা পুজো হলেও সেরাপুজো হিসেবে কোনও কমিটি পুরষ্কার পায়নি বলে ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস পোড়ে জানিয়েছেন। তিনি বলেন, সেরা প্রতিমার পুরষ্কার পেয়েছে চারটি, সেরা মণ্ডপের দু’টি এবং সেরা কোভিড স্বাস্থ্যবিধিতে একটি কমিটি পুরষ্কৃত হয়েছে।
সেরা প্রতিমা: •ঘাটাল ন্যাশনাল  বয়েজ ক্লাব • সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব •কুশপাতা পঞ্চ পল্লি দুর্গোৎসব কমিটি •নাড়াজোল দুর্গোৎসব কমিটি।
সেরা মণ্ডপ: •রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি •কুশপাতা ১৭’র পল্লি সর্বজনীন পুজো কমিটি।
সেরা কোভিড স্বাস্থ্যবিধি: •বারুনীঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad