এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চিট ফান্ড মামলা: ঘাটাল থেকে কুণাল ঘোষের কেস আলিপুরে গেল

Published on: March 5, 2020 । 7:53 PM

নিজস্ব সংবাদদাতা: চিট ফান্ড সংস্থা তথা সারদা মামলার অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষের যাবতীয় কেসের ফাইল কলকাতার আলিপুরে চলে যাচ্ছে। আজ ৫ মার্চ ঘাটাল আদালতের নির্দেশেই ওই মামলা আলিপুরে স্থানান্তরিত হচ্ছে বলে জানা গিয়েছে। এবং ওই কেসটি এবার থেকে রাজ্য সরকারের সিটের (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) পরিবর্তে  সিবিআই দেখভাল করবে। বেশ কিছু আমানতকারী ঘাটাল আদালতেও সুদীপ্ত সেন, দেবযানী বন্দ্যোপাধ্যায়-সহ কুণাল ঘোষের নামেও মামলা করেন। সেই কারণে ২০১৪ সালে কুণাল ঘোঘকে ওই কেসে গ্রেপ্তার হওয়ার পর ঘাটাল আদালতেও বেশ কয়েকবার আসতে হয়েছে। ওই সময় কেসের তদন্তের দায়িত্বে ছিল রাজ্য সরকার গঠিত সিট। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি ওই কেসটি সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য এবং কেসটি কুণাল ঘোষের কেসটি ঘাটাল থেকে আলিপুরে স্থানান্তরিত করার জন্য ঘাটাল আদালতে আবেদন করা হয়। আজ সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তবে সুদীপ্ত ও দেবযানীর মামলটি এখনও ঘাটাল আদালতেই রয়েছে। পুরভোটের আগে সারদার মতো মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।