ঘাটালে শরৎচন্দ্রের জন্ম দিবস পালিত হল

জগদীশ মণ্ডল অধিকারী:  আজ ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) শুক্রবার, মহান কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিবস উপলক্ষ্যে সারা বাংলা ১২৫ তম শরৎচন্দ্র জন্মবার্ষিকী কমিটি, ঘাটাল শাখার উদ্যোগে ঘাটাল-রানিচক রাস্তার সন্নিকটে  রানিচক দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা বিদূষী মান্নার বাড়িতে প্রায় ৫০ জন শরৎ অনুরাগী মানুষজনের উপস্থিতিতে ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাটাল আদালতের আইনজীবীন দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, রজত কুমার পাঁজা, প্রাক্তন শিক্ষক সুবলচন্দ্র ঘোড়ই, দেবাশিস মাইতি, প্রধান শিক্ষিকা বিদূষী মান্না, শিক্ষক প্রদ্যুৎ চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আলোচনা সভা সংগঠিত হয়। উক্ত আলোচনা সভায় “প্রতিবাদী শরৎচন্দ্র” বিষয়ে অনেকেই আলোচনা করেন এবং গান-আবৃত্তি সহযোগে এক মনোজ্ঞ অনুষ্ঠান সম্পাদিত হয়।

অতিথি সাংবাদিক: আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:ghatal1947@gmail.com