সহপাঠীদের স্কুলে ফেরাতে ছাত্রছাত্রীরাই শিক্ষকদের হাতিয়ার

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:সহপাঠীরা আসছে না স্কুলে, একাধিকবার স্কুল শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে আবেদন করলেও সাড়া পাওয়া যায়নি। তাই সহপাঠীদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি ছুটল শিক্ষকদের সাথে স্কুল পড়ুয়ারা।জানাযায়, করোনা আতঙ্ক কাটিয়ে রাজ্য সরকারের ঘোষণা মতোই স্কুল খুলে বিপাকে পড়েছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা। ছাত্রছাত্রীরা স্কুলমুখী করবার জন্য ছাত্র ছাত্রী দের বাড়ি গিয়েছে শিক্ষকরা । এবারে নতুন বিপাকে পড়ল চন্দ্রকোণার টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।  ১৬ তারিখের পর থেকেই স্কুল খোলার পর শিক্ষকরা পড়েছিলেন মহা বিপাকে, তার কারণ বেশিরভাগ ছাত্রই স্কুলে আসছিল না, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলের রেজিস্টেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও এক দুই দিন পর যেই কে সেই স্কুলে আসা বন্ধ অনেক ছাত্রছাত্রীরা।একাধিকবার শিক্ষকরা ছুটে যান ছাত্র-ছাত্রীদের বাড়িতে, স্কুলমুখী করার জন্য। কিন্তু একাধিক অজুহাত শুনে শিক্ষক দের ফিরে আসতে হয়েছে খালি হাতে। তাই এবারে সেই সমস্ত ছাত্র ছাত্রী দের স্কুলে ফেরাতে শিক্ষকদের সাথে বাড়ি বাড়ি ছুটল স্কুলের ছাত্রছাত্রীরা। তারা গিয়ে বলছে বন্ধু তুই চল, ভুল করিস না, এই বলে স্কুলের ফেরানোর উদ্যোগ নিল তারা ।

বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল খোলার আগেই সকাল সকাল অনিয়মিত স্কুলে আসার ছাত্র-ছাত্রীদের বাড়িতে গেল। ছাত্র ছাত্রী থেকে স্কুলের প্রধান শিক্ষক তাদের পরিবারের সাথে কথা বলে ও ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে এদিন ছাত্রছাত্রীরা স্কুলে আসবে এমন একটা আভাস পেয়ে কিছুটা হলেও গর্বিত শিক্ষকরা।

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com