স্কুলের রান্নাঘরের সামনে পড়ে রয়েছে মল, বন্ধ মিড ডে মিলের রান্না

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: স্কুলের রান্নাঘরের(Kitchen room) সামনে পড়ে রয়েছে মল। গন্ধে টেকা দায়। বন্ধ মিল ডে মিলের(Mid day meal) রান্না।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা চন্দ্রকোণার চাঁদুর প্রাইমারি স্কুলের। আজ বৃহস্পতিবার স্কুলে এসে রান্না করার জন্য রাঁধুনিরা(Cook) রান্নাঘর খুলতে গেলে দেখেন রান্নাঘরের সামনে কেউ বা কারা মলত্যাগ করে রেখেছে। স্কুলের সহকারী শিক্ষক(Assistant Teacher) অসিত হাজরা বলেন, এই ঘটনা শুধু আজকের নয়। প্রায় তিন-চারমাস ধরেই কখনও অফিসের(Office room) সামনে, কখনও রান্নাঘরের সামনে আবার কখনও রান্নাঘরের গোডাউনের সামনে মলত্যাগ করে দিয়ে যাচ্ছে কেউ বা কারা। কে করছে তা আমাদের জানা নেই। তবে পাশাপাশি এলাকার কেউই এই কাণ্ড করছে বলে শিক্ষকদের(Teacher) অনুমান। ইতিমধ্যেই বিষয়টি এসআই’কেও(School Inspector) জানানো হয়েছে।

চন্দ্রকোণার এই প্রাইমারি স্কুলটিতে প্রায় ১৪৫ জন পড়ুয়ারা পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা মিলে পাঁচজন রয়েছেন। তাঁরাও বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। প্রতিদিন পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করা হয়। কিন্তু আজকের এই পরিস্থিতিতে রাঁধুনিরা বাধ্য হয়েই রান্না বন্ধ রেখেছেন। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী থেকে অভিভাবক(Gurdian) সকলকেই বিষয়টি ভাবিয়ে তুলেছে। অভিভাবকেরা এই ঘটনার নিন্দা করেন।

 

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015