এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়াল স্কুল-মাদ্রাসা ক্লার্ক অ্যাসোশিয়েশান

Published on: April 22, 2020 । 9:15 AM

দেবাশিস কর্মকার: রাজ্যের করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিকে মোকাবিলা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ স্কুল-মাদ্রাসা ক্লার্ক অ্যাসোশিয়েশান। ২১ এপ্রিল ওই সমিতির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে মোট ১০ লক্ষ ৪৩ হাজার ২২০ টাকা তুলে দেওয়া হয়েছে। ওইদিন বিকেলে সমিতির সাধারণ সম্পাদক তন্ময় সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে মোট টাকার একটি ডিমান্ড ড্রাফট তুলে দেন। উল্লেখ্য, বর্তমান এই অভূতপূর্ব পরিস্থিতিতে আর্থিকভাবে রাজ্যের পাশে দাঁড়াতে কিছু দিন আগে একটি তহবিল গড়ে তোলা হয় ওই সমিতির পক্ষ থেকে। রাজ্য সরকার পোষিত প্রায় সব স্কুল এবং মাদ্রাসার করণিকরা ওই তহবিলে সাধ্য মত অর্থ প্রদান করেন। মঙ্গলবার সরাসরি রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করে ওই সংগৃহীত টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির এই উদ্যোগ কে সাধুবাদ জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। ওই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য তথা সাগরপুর হাই স্কুলের শিক্ষাকর্মী অজয় দোলই বলেন, লকডাউন চলার ফলে ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া সম্ভব নয় বলে আন্ড্রয়েড ফোন ব্যবহার করেই ওই টাকা আমাদের সংগ্রহ করার ব্যাবস্থা করতে হয়।

দেবাশিস কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও খবর/সমস্যার কথা আমাকে জানাতে পারেন। মো: 9002782999 / 9732738015 /9933066200 •ইমেল: [email protected]