অভিনব উদ্যোগ ঘাটালের শিক্ষক-শিক্ষিকাদের: স্কুলের দেওয়ালে রঙ বেরঙের ছবি, স্কুল ছেড়ে বাড়ি যেতে চাইছে না পড়ুয়ারা

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে রঙ বেরঙের বাহারি ছবিতে সাজানো হচ্ছে ঘাটাল সার্কেলের এই প্রাথমিক বিদ্যালয়টি। আর তার আকর্ষণেই ছোট ছোট স্কুল পড়ুয়ারা (নীচে স্কুলের পেন্টিঙের ভিডিওটি দেখুন) ছুটির পরেও বেশ কিছুক্ষণ করে স্কুলেই কাটিয়ে দিচ্ছে। বাড়ি ফেরার নাম করছে না। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই চিত্রই দেখা যাচ্ছে ঘাটালের ৫ নম্বর ওয়ার্ডের গম্ভীর নগর শীতলা প্রাইমারি স্কুলে। শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ওই স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ সহ স্কুলের বিভিন্ন দেওয়ালে আঁকা হচ্ছে শিশুদের উপযোগী নানা ধরনের ছবি। সেই ছবি দেখেই বাচ্চারা নিজের অজান্তেই অনেককিছু শিখে নিতে পারছে। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস বলেন, ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনায় শিক্ষক ও শিক্ষিকাদের এই অন্তহীন প্রচেষ্টা। আমাদের স্কুলের অপর দুই শিক্ষক-শিক্ষিকা বাণীব্রত দত্ত এবং রুমা পালের সঙ্গে পরামর্শ করে আমরা এই পেন্টিঙের ব্যবস্থা করেছি। একজন পেন্টারকে দিয়ে ছবিগুলি আঁকার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা নিজে হাতে করেও দেওয়ালে রং তুলি নিয়ে আঁকার কাজ করছেন।অরূপবাবু বলেন,  কোভিড পরিস্থিতির পর ছাত্র-ছাত্রীদেরকে স্কুলমুখী করে তোলার জন্যই এই প্রচেষ্টা। শ্রেণিকক্ষকে প্রকৃত অর্থে পাঠদানের উপযোগী করে তুলতে পারলে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের উৎকর্ষতা বাড়বে বলে শিক্ষক-শিক্ষিকারা মনে করেন। আর তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক-অভিভাবিকা সহ সমস্ত শিক্ষাপ্রেমী মানুষজন।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177