ঘাটাল এসডিও’র উদ্যোগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন সংগ্রহ চলছে

নিজস্ব সংবাদদাতা: ঘাটালের মহকুমা শাসকের উদ্যোগে মহকুমার আদিবাসীদের শংসাপত্র প্রদানের কাজ অব্যহত। আদিবাসীদের হাতে দ্রুত শংসাপত্র দেওয়ার উদ্দেশ্যে  ক্যাম্প করে প্রয়োজনীয় নথি সংগ্রহের ব্যবস্থা করে চলেছে ঘাটাল মহকুমা প্রশাসন। আজ ৭ ফেব্রুয়ারি চন্দ্রকোণার  বসনছোড়াতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মুর্মু, কিস্কু, টুডু, সরেন, হাঁসদা, বাস্কি, মাণ্ডি, হেমরম, মার্ডি, বেসরা পদবি থাকা ছেলে মেয়েদের তপশিলী উপজাতি তথা এস.টি সার্টিফিকেট করে দেওয়ার জন্য নথি সংগ্রহের শিবির করা হয়। এই শিবিরটিকে ঘিরে আদিবাসী সম্প্রদায়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। কারণ এর আগে কখনও প্রশাসনের উদ্যোগে এইরকম ক্যাম্প করে শংসাপত্র করে দেওয়ার পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, আদিবাসীদের শংসাপত্র পেতেই প্রচুর দুর্ভোগ পোহাতে হত। তাই এমন সহজ পদ্ধতিতে শংসাপত্র পাওয়ার সুযোগ হাতের কাছে পেয়ে তারা খুবই উৎসাহিত। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল জানিয়েছেন, আজকের এই শিবির থেকে ৪৫৪ জনের নথি সংগ্রহ করা হয়। এর আগেও ২৯ জানুয়ারি দাসপুর-১ ব্লকের  জনার্দনপুর থেকে এধরনের ক্যাম্প করে ৩৪৪জনের নথি সংগ্রহ করা হয়।  একইসঙ্গে এদিন আদিবাসী পুরুষ ও মহিলাদের হাতে শীত বস্ত্র সহ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad