এন-৯৫ মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা: ভালভ-রেসপিরেটর যুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার নিষেধ করছে সরকার। এতে নাকি করোনা সংক্রমণ আটকানো যায় না। তার চাইতে কটনের যেকোনও মাস্কই অনেক বেশি নিরাপদ। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ডিরেক্টর জেনারেল অব হেল্থ সার্ভিসেস(ডিজিএইচএস) জানিয়েছেন, ভালভ রেসপিরেটরযুক্ত এন-৯৫ মাস্কের ব্যবহারের অনুপযুক্ত। এটি ব্যবহারে ক্ষতিও হতে পারে। এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কনফিউজড হয়ে গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad