এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার সঙ্গীত শিল্পী কলকাতা দূরদর্শনে

Published on: March 14, 2020 । 7:58 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার সঙ্গীত শিল্পী কমল মণ্ডল সম্প্রতি কলকাতা দূরদর্শনে(ডি.ডি. বাংলা) লাইভ শো করলেন। শিল্পী কমল মণ্ডলকে সংগত করেছেন গিটারে সমীর খাসনবীশ, তবলায় শ্যামল কাঞ্জিলাল, কীবোর্ডে সুরজিৎ চক্রবর্তী এবং অক্টোপ্যাডে সায়ন। হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে ছাড়াও তৎকালীন সেরা শিল্পীদের গানে সমান উজ্জ্বল ঘাটাল মহকুমার এই কণ্ঠ শিল্পী কমলবাবু। কমলবাবুর যশ এখন শুধু ঘাটাল মহকুমার মধ্যেই সীমাবদ্ধ নেই। জেলা, রাজ্য ছাড়িয়ে অন্যত্রও তিনি তাঁর সুমধুর কণ্ঠের জন্য ডাক পাচ্ছেন। প্লেবাটনে ক্লিক করে ডিডি বাংলা অনুষ্ঠানের গানটি শুনে নিতে পারেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now