ঘাটালে বিষধর সাপ পড়ল মাছ ধরার জালে

দেবাশিস কর্মকার: ঘাটালে এক বিশাল বিষধর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।  আজ ১২ অক্টোবর ঘাটাল থানার

 

মান্দারপুরের মাঠে  মাছ ধরার জালে উঠে আসে বিশাল বিষধর সাপটি । সেই বিশালাকার সাপটি দেখে  আতঙ্কে চমকে ওঠেন জাল-মালিক।  তাঁর চিৎকারেই  স্থানীয় বাসিন্দারা ছুটে যান। সতর্কতার সঙ্গে জাল সহ সাপটিকে প্রথমে মান্দারপুরের একটি ফাঁকা জায়গায় এবং পরে সেখান থেকে নারায়ণপুরে নিয়ে যাওয়া হয়।  সাপটিকে চাক্ষুস দেখার জন্য পাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা ভিড় জমান।
প্রসঙ্গত, ১১ অক্টোবর রাতে মান্দারপুরের বাসিন্দা গগন দোলবেরা তাঁর  বাড়ি লাগোয়া একটি খালে মাছ ধরার জন্য জাল পাতেন। সেই জালেই সাপটি জড়িয়ে যায়। গগনবাবু বলেন, সাপটিকে জাল সহ তুলে আনার পরই আমরা বন দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাপটিকে দেখার জন্য আরও ভিড় জমতে থাকে। নারায়ণপুরের বাসিন্দা গৌতম দোলই বলেন, আমরা জানি সাপকে মেরে ফেলা ঠিক নয়। তাই সাপটিকে আকটে রেখে বনদপ্তরে খবর দিই।   ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, গৌতমবাবুর কাছ থেকে খবর পেয়েই আমরা সাপটিকে উদ্ধার করতে যাই। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, সাপটিকে বন দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে এনেছেন।  শীঘ্রই ওটিকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।  প্রত্যন্তগ্রামের বাসিন্দাদের ওই ধরনের সচেতনতা দেখে আমরা অভিভূত। আশাকরি প্রত্যেকটি এলাকার মানুষই সাপ, কচ্ছপ সহ অন্যান্য বন্য প্রাণী দেখলে আমাদের এই ভাবে খবর দেবেন।  আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারলে নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। তাঁরাই আমাদের খবর দিয়ে দেবে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad