জঙ্গলে সাপ ছেড়ে নিজের জন্মদিন পালন মলয়বাবু

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: অরণ্যের জীব অরণ্যের কোলে ফিরিয়ে দিয়ে নিজের জন্মদিনের আনন্দ খুঁজে নিলেন ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ। এই মলয়বাবুকে আমরা চিনি সাপ উদ্ধার করার জন্যই। সপ্তাহখানেক ধরে যে নটি বিষধর সাপ ধরা হয়েছিল আজ নিজের জন্মদিনে সেই সাপগুলিকে জঙ্গলে ছাড়লেন মলয়বাবু। প্রায় প্রত্যেকদিন ওয়াইল্ড লাইভ রিকোভারি টিমের সদস্য হিসেবে বিপন্ন প্রাণীকে উদ্ধার করতে হয় মলয়বাবুকে। যার মধ্যে সাপই বেশি। সাপ ধরতে ধরতেই সাপের সঙ্গে সখ্যতা। পরম মমতায় মানুষের রোষ বাঁচিয়ে সাপগুলিকে উ্দ্ধার করার পর সেগুলো স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপ ধরা এবং ছাড়া দুটিই বেশ দক্ষতার সঙ্গে করেন মলয়বাবু। আজ ১৫জুন ছিল মলয়বাবুর জন্মদিন। আজ সকালেও ঘাটাল সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরার সঙ্গে দাসপুরের বাঁকিবাজারে খরিস সাপ উদ্ধারে গিয়েছিলেন মলয়বাবু। মোট নটি বিষধর সাপ আজ দুপুরে ধামকুড়িয়ার জঙ্গলে ছেড়ে নিজের জন্মদিন পালন করলেন মলয়বাবু।

 

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad