দাসপুরে কালাচের উপদ্রব

বিশেষ সংবাদ দাতা: দাসপুরে গৃহস্থের ঘরে কালাচের উপদ্রব। পরপর দুই দিন এক সাইজের দুটি সাপকে এক জায়গায় বেরোতে দেখে আতঙ্কিত বাড়ির সদস্যরা। ২৩ আগষ্ট রাতে জগন্নাথপুরের কালিপদ ভুঁইয়ার বাড়িতে প্রথম সাপটি বেরোয়। তিন ফুটের বড়োসড়ো একটি কালাচ। আতঙ্কে মেরে ফেলা হয় সাপটি। তারপর দিন অর্থাৎ ২৪ আগষ্ট ফের এক জায়গাতেই আবার ওই এক সাইজের অন‍্য একটি কালাচ সাপকে দেখা যায়। কালিপদবাবুর বৌমা অনিমা ভুঁইয়া বলেন, কালাচ ভয়ঙ্কর বিষধর সাপ। পরপর দুটি বেরিয়েছে মানে এলাকায় নিশ্চয়ই আরো আছে। আতঙ্ক নিয়ে আমরা দিন কাটাচ্ছি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad