হাতে করেই কালাচ সাপ ধরলেন সামাটের ব্যবসায়ী

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: শুক্রবার ১৮ জুন রাতে সাহসিকতার সঙ্গে হাতে করেই কালাচ সাপ ধরলেন দাসপুর থানার সামাটের ব্যবসায়ী শ্যামসুন্দর বটব্যাল। শ্যামসুন্দরবাবুর দাসপুর-মেদিনীপুর রাস্তার পাশে বালিপোতাতে একটি দোকান রয়েছে। সেখানের শিব মন্দির চত্বরে এই কালাচ সাপটি গতকাল  রাতে দেখা যায়। তিনি সাহসিকতার সঙ্গে সাপটি ধরে এই জারের মধ্যে রেখে দিয়েছেন। আজ বনদপ্তরের হাতে তুলে দেবেন। বন দপ্তরের ওয়াল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, ওটি প্রমাণ আকৃতির একটি কালাচ সাপ।  আমি ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিকের মাধ্যেমে এই সাপ ধরার খবরটি পেয়েছি। আজই সাপটি উদ্ধারের ব্যবস্থা করব। এই ভাবে সাপটি ধরে রাখার জন্য শ্যামসুন্দরবাবুকে ধন্যবাদ জানাই।

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015