দাসপুরে ৭ লক্ষ টাকা ছিনতাই

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর ইউবিআই ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর সাত লক্ষ টাকা ছিনতাই হল। ঘটনাটি আজ ৩০ সেপ্টেম্বর দুপুরে ঘটেছে। যাঁর টাকা ছিনতাই হয়েছে তাঁর নাম দীনবন্ধু কর। তিনি কাঁটাদরজা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। সুলতাননগরে ভাড়া বাড়িতে থাকেন। তিনি বাড়ি করার জন্য আজ ওই ব্যাঙ্ক থেকে  পিএফের টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তোলার পর টাকাটি একটি ব্যাগের মধ্যে রেখে সেই ব্যাগটি বাইকের হুকে ঝুলিয়ে রেখেছিলেন।  দীনবন্ধুবাবু বলেন, ওই সময়  বৃষ্টি হচ্ছিল। আমি বাইকের হুকে ব্যাগটি রেখে বাইকটিকে একটি নিরাপদ জায়গাতে রাখতে গিয়েছিলাম। বাইকটিকে ঠেলে নিয়ে যাবার সময়ই ২০-৩০সেকেন্ডের মধ্যেই টাকার ব্যাগটি উধাও হয়ে যায়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারির অগ্নিশ্বর চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad