দাসপুরের সোনাখালী মেলায় বিকোচ্ছে নিষিদ্ধ গুটখা পানমশলা,ক্যামেরা দেখতেই যা হল

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সরকারি নির্দেশেই এবছর ২০২১ এর ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটকা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হয়েছে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দাসপুরের সোনাখালী সবুজ উৎসব ২০২১ এর মেলায় রীতিমত স্টল করে দেদার বিকোচ্ছে গুটকা,পানমশলার মতো নিষিদ্ধ সব তামাকজাত দ্রব্য। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তামাকজাত দ্রব্য নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজ সোমবার সন্ধ্যেতে একেবারেই ভিন্ন চিত্র দেখা যায় দাসপুরের সোনাখালী স্কুল প্রাঙ্গনে। স্কুল মাঠেই বসেছে মেলা আর সেই মেলায় স্কুল গেটের সামনেই এই গুটকার স্টল। অন্যদিকে স্কুল থেকে ২০০মিটারের মধ্যে কোনও ধরনের তামাকজাত দ্র‍্যবের দোকানও নিষিদ্ধ ঘোষণা হয়েছিল বছর কয়েক আগেই। সে নিষেধাজ্ঞাও লঙ্ঘন হয়েছে এই মেলায়। যদিও কোনও এক অজানা কারণে স্থানীয় প্রশাসন মুখে কুলুপ এঁটেছে। ঘটা করে ঘাটালের মহকুমার বিভিন্ন আধিকারিক,শাসক দলের একাধিক নেতানেত্রীদের দ্বারা এই মেলার উদ্বোধন হয় ২৪  ডিসেম্বর। সেই মেলার মধ্যেই প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল? তবে আমরা টিম স্থানীয় সংবাদ মেলায় পৌঁছে বিষয়টি ক্যামেরাবন্দি করতে গেলে মেলা কমিটির চোখ লাল হতে থাকে। তবে তড়িঘড়ি দোকান থেকে সরানো হয়েছে ওইসব তামাকজাত দ্রব্য। প্রশ্ন একটাই কে বা কাদের মদতে এভাবে মেলার মাঝে দেদার গুটকা তামাকজাত দ্রব্য বিক্রির স্পর্ধা হল? রাত পোহালে আবার এই বিক্রি শুরু হবে নাতো?

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।