চন্দ্রকোণা পুরসভায় কোন কাউন্সিলার কী দায়িত্ব পেতে চলেছেন

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৯ জুন চন্দ্রকোণা পুরসভার স্থায়ী কমিটির [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সভাপতির পদগুলি ঘোষণা করা হচ্ছে। জেলা তৃণমূল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কর সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন ভাইস চেয়ারম্যান মেনকা ধাড়া। অর্থ স্থায়ী কমিটি সভাপতি করা হবে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সাঁতরাকে। পূর্ত দপ্তরের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ চক্রবর্তীকে। জলসরবরাহের দায়িত্ব পাবেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ দাস। সাফাই ও আবর্জনার দায়িত্ব পাবেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ রায়। আলো দায়িত্ব দেওয়া হবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমর দোলইকে। ত্রাণ ও দরিদ্র উন্নয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিলু মান্নাকে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণের দায়িত্ব পাবেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনশ্রী সাহা। সেল্পহেল্পগ্রুপ স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্চনা ধাড়া।  যুব, ক্রীড়া ও সংস্কৃতির স্থায়ী কমিটির সভাপতি হবেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনীতা খাঁড়া এবং শিক্ষা স্থায়ী কমিটির দায়িত্ব দেওয়া হবে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমা চৌধুরী কোলেকে

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad