ঘাটাল কলেজ: শিক্ষাকর্মীদের ধর্মঘটের জেরে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অচলাবস্থা

দেবাশিস কর্মকার: আজ ২ সেপ্টেম্বর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ধর্মঘটে সামিল হলেন কলেজের

অস্থায়ী শিক্ষাকর্মীরা। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ওই কলেজ ইউনিটের সদস্যরা গেটের সামনে ব্যানার নিয়ে ধর্মঘটে বসেন। কলেজের গেট বন্ধ করে আন্দোলনকারীরা ধর্মঘটের অঙ্গ হিসেবে অবস্থান করায় কলেজের ছাত্রছাত্রী সহ অধ্যাপক-অধ্যাপিকারা কলেজে প্রবেশ করতে পারেননি। খোলেনি অফিস, হয়নি কোনও ক্লাস। ফলে আজ কলেজে কার্যত অচলাবস্থা দেখা দেয়। পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি পূরণ না হওয়ার জন্যই এদিন তাঁরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ওই সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সহকারী সভাপতি তথা ঘাটাল কলেজের এক অস্থায়ী শিক্ষা কর্মী পলাশ সামন্ত বলেন, ঘাটাল কলেজে মোট ৫৩ জন শিক্ষা কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ৪৩ জন অস্থায়ী। ওই ৪৩ জন অস্থায়ী শিক্ষাকর্মী অন্যান্য কর্মীদের মতো নিষ্ঠা ও দায়িত্ব সহকারে পুরোমাত্রায় ডিউটি করলেও নিয়ম মতো বেতন পান না। কাজের সরকারি কোনও স্বীকৃতি নেই। সেজন্যই আজ আমরা ধমর্ঘটে সামিল হয়েছি। আমাদের সবার ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরি সুনিশ্চিত সহ দাবিগুলি না মেনে নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
প্রসঙ্গত, আজ প্রতিটি কলেজেই ওই সংঠনের পক্ষ থেকে ওই একই ইস্যুতে ধর্মঘট হওয়ার কথা। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর তাঁদের বিকাশ ভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি পূরণের আশ্বাস না পেলে সেখানে গণঅবস্থান ও আমরণ অনশন করা হবে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad