গ্রাম রোজগার সহায়কদের কর্মবিরতি

সুইটি রায়: সঠিক বেতনের দাবিতে এবার কর্মবিরতি ঘোষণা করলেন ঘাটাল মহকুমার পঞ্চায়েতগুলির চুক্তিভিত্তিক গ্রাম রোজগার সহায়ক(GRS) পদের কর্মীরা।আগেও একই দাবি নিয়ে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু আশ্বাস বাক্য ছাড়া কিছুই জোটেনি। তাই এবার বাধ্য হয়েই ১২ অক্টোবর কর্মবিরতি ঘোষণা করেছেন তাঁরা।২০০৫ সালে পঞ্চায়েতের এই প্রকল্প শুরু হওয়ার সময় কম্পিউটার জানা স্থানীয় যুবক যুবতীদের মেরিট লিস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হয়েছিল। গত ১৪-১৫ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন ওই কর্মীরা। কিন্তু এত বছরেও তাঁদের বেতন তেমনভাবে বাড়েনি এবং এখনো পর্যন্ত তাঁরা যে পদে কাজ করেন তাও রয়েছে অনিশ্চয়তার মধ্যে। অথচ একজন স্থায়ী কর্মীর চেয়ে তাঁদের কাজের চাপ কোনো অংশেই কম না বরং অনেকক্ষেত্রে বেশিই। তার ওপর থাকে কর্তৃপক্ষের চোখরাঙানি আর অনির্দিষ্ট বদলির ভয়। তাই এবার তাঁরা কর্মক্ষেত্রে নিজেদের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। শুধু ঘাটাল মহকুমাতেই নয় ওইদিন গোটা রাজ্য জুড়েই এই কর্মবিরতি পালিত হবে।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

সুইটি রায়: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com