ঘাটাল জুড়ে এবার রেশনের সাথে পেট্রোল পাম্পে নজরদারি মহকুমা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা: আজ বুধবার দিনভর মহকুমা শাসকের নেতৃত্বে এক বিশেষ টিম ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিটে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] রেশন দোকান এবং পেট্রোল পাম্প পরিদর্শন করল। হঠাৎই বিভিন্ন পেট্রোল পাম্পে ভিজিট। টাকার অঙ্কের সাথে পাম্প থেকে দেওয়া তেলের পরিমাণ ও তেলের মান যথাযথ তো? অন্যদিকে একাধিক রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট এই টিমের। উদ্দেশ্য রেশন দোকান থেকে উপভোক্তারা ঠিকঠাক ওজনের মালপত্র পাচ্ছেন কিনা, রেশন দোকানের ওজনযন্ত্র ঠিকঠাক আছে কিনা, গোডাউনে মজুত মালপত্রের মান কেমন এই সমস্ত বিষয় খতিয়ে দেখা। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, ঘাটাল ব্লকের জলসরা, ইড়পালা, বীরসিংহ এবং চন্দ্রকোণা ১ ব্লকের মানিককুণ্ডু, মাংরুল এলাকার কয়েকটি রেশন দোকান ঘুরে দেখে তাঁদের এই পরিদর্শক দল। রেশনের উপভোক্তাদের কাছে জানতে চাওয়া হয় তাঁরা ঠিকঠাক মালপত্র পাচ্ছেন কিনা। রেশনে দেওয়া ফর্টিফাইভ রাইস তাঁরা খাচ্ছেন কিনা।

ক্ষীরপাই, ঘাটাল, জলসরার পেট্রোল পাম্পে নির্দিষ্ট টাকার পরিমাপে সঠিক পরিমাণে পেট্রোল দেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখা হয়। আজকের এই সারপ্রাইজ ভিজিট টিমে মহকুমা শাসক সুমন বিশ্বাসের সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, মহকুমা খাদ্য নিয়ামক নন্দদুলাল দাস সহ আরও কয়েকজন অফিসার।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।