মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৮ অক্টোবর [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মঙ্গলবার রাতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চন্দ্রকোণা এলাকায় চাঞ্চল্য ছড়াল। ওই যুবকের নাম ঋষভ ঘোষ(২৫)। চন্দ্রকোণা থানার রাধাবল্লভপুরে বাড়ি। ওই রাতে তাঁর শোবার রুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী কারণের জন্য তিনি মারা গিয়েছেন তার কারণ এখনও জানা যায়নি। মানসিক অবসাদেই ঋষভ আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার তাঁর দেহ ময়না তদন্ত করা হবে। আরএসএসের ছাত্র সংগঠনের(এবিভিপি) ঘাটালের সম্পাদক সৌরভকুমার নন্দী বলেন, ঋষভ এবিভিপির চন্দ্রকোণা এলাকায় নেতৃত্ব দিতেন।
আজকের ব্রেকিং
চন্দ্রকোণায় ছাত্র নেতার মৃত্যু
By মন্দিরা মাজি
Published on: October 19, 2022 । 9:06 AM





