এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আত্মঘাতী বাঙালি

Published on: April 2, 2020 । 7:03 AM

মনসারাম কর:  ভাইরাসের আক্রমণটা ক্রমশ বেড়েই চলেছে। আস্তে আস্তে রাজ্য জুড়েই সংক্রমনের ছবিটা ফুটে উঠছে। কিন্তু হেলদোল নেই রাজ্যবাসীর। গোটা রাজ্যের অনেক অসচেতন নাগরিক এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। সকাল সন্ধ্যা চায়ের দোকানে, পাড়ার মোড়ে, মদের ঠেকে, খেলার মাঠে সবাই চটিয়ে আড্ডা দিচ্ছে। পুলিশের লাঠিতেও কোনও কাজ নেই। লকডাউন ভেঙে যারা বিনা কারণে বাইরে বেরোচ্ছেন, আপনারা কেন বোঝেন না, চা খাওয়া আর প্রকৃতির ফুর ফুরে হাওয়া খাওয়ার থেকে আপনার পরিবার-পরিজন আগে। জীবনে বেঁচে থাকলে অনেক উৎসব, আনন্দ, আড্ডা হবে, মহাআনন্দে অনেক ভুঁড়িভোজও হবে। বাইরে একটুখানি গায়ে হাওয়া লাগাতে গিয়ে ভাইরাসের ছোঁয়া লাগাতে পারেন আপনি। বাইরে বেরিয়ে নিজের অজান্তেই নিজেকে খুন করার অস্ত্র তুলে নিচ্ছেন আপনি। ভালো করে ভেবে দেখুন এই মুহুর্তে চা দোকান, মদের ঠেক, বড় ব্যাগ নিয়ে বাজার যাওয়াটা কোনও বাহাদুরি দেখানোর জায়গা নয় বা সরকারি ত্রান শিবির নয় যে আপনি খপ করে ঝেঁপে নিতে না পারলে আপনার ঘুম হবে না। সার্বিক স্বার্থে বিপর্যয়ের মুখে এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।