মোবাইল ঘাঁটতে নিষেধ করায় ঘাটালের মাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী

 সঙ্গীতা ঘোড়ই: আজ ১০ আগস্ট সকালে ঘাটাল শহরের এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ছাত্রের নাম সুরজিৎ ঘোষ। ঘাটাল শহরের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। আজ সকালে তাদের নিজেদের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  বেশিক্ষণ মোবাইল ব্যবহার করায় রবিবার রাতে সুরজিৎকে তার বাবা বকাবকি করেছিল। সেজন্যই সে অভিমানে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ভাবে  অনুমান করছে। পুলিশ জানিয়েছে, আজ সকালে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
সুরজিৎ এবার পূর্ব মেদিনীপুরের একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মা ঘাটাল শহরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করেন। রবিবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ির দোতলার ঘরে সুরজিৎ রাত সাড়ে ১০টা পর্যন্ত মোবাইল ঘাঁটছিল বলে তার বাবা গিয়ে বকাবকি করে মোবাইলটি নিয়ে চলে আসেন। আজ সকালে তার মা বাড়ি পৌঁছে দেখেন সুরজিৎ তখনও উঠেনি। অনেকক্ষণ ডাকাডাকি করে না উঠায় প্রতিবেশীদের নিয়ে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে দেখা যায় সুরজিৎ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।