শারীরিক সমস্যার কারণেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন দাসপুরের বৃদ্ধ ?

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেই অবসাদেই আত্মহত্যা করেছেন এমনটাই মনে করছেন পরিবারের লোকজন। ঘটনা দাসপুর থানার বেলডাঙ্গায়। মৃত ব্যক্তির নাম অসিত মান্না (৬৩)। বাড়ি দাসপুর থানার বেলডাঙ্গার বারোয়ারি তলায়। আজ ১৭ এপ্রিল রবিবার সকালে বেলডাঙ্গায় রাস্তার পাশের একটি গাছ থেকে ওই বৃদ্ধ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা বেলডাঙ্গা-রানিচক রাস্তার পাশের আকাশমনি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। সামনে গিয়ে অসিতবাবুকে চিনতে পারেন এবং তাঁর বাড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতের স্ত্রী মিনা মান্না বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী শারীরিক সমস্যায় ভুগছিলেন। পিত্তথলি ও খাদ্যনালীতে পাথর, পেটে জল জমা এই ধরনের বেশ কিছু সমস্যা ছিল তাঁর। চিকিৎসকেরাও আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে স্বাভাবিক ছিলেন এবং আমাদের সাথেই খাওয়া-দাওয়া করেই ঘুমতে গিয়েছিলেন। তারই কখন বিছানা ছেড়ে উঠে গিয়েছেন তা বুঝতে পারিনি।

অন্যদিকে প্রতিবেশীদের জানাচ্ছেন, মাঝে মধ্যেই পরিবারে অশান্তি লেগে থাকতো। গতকালও গণ্ডগোল শোনা গিয়েছিল। সে কারণেই হয়তো মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন বলে অনুমান প্রতিবেশীদের।

মৃতের পরিবারে স্ত্রী ছাড়াও দুই বৌমা ও নাতি, নাতনি থাকতেন। দুই ছেলে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে সোনার কাজ করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তাঁরাও বাড়ি ফিরছেন।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।