ঘাটালের গ্রাম পঞ্চায়েত অফিসে একদিনে ২০০০ মানুষের ভিড়, লাইন সামলাতে মোতায়েন পুলিশ

মনসারাম কর:সরকারি অনুদান পেতে একদিনে একসাথে প্রায় দু’হাজার মানুষ হাজির ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। ভিড় সামলাতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ঘাটাল থানার পুলিশ। আজ ৭ জুলাই অঞ্চল অফিসে অস্থায়ী শিবির করে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। তাই এই সুবিধা পেতে লাইনে দাঁড়িয়েছেন ১৮ থেকে ৮০ বছর বয়সের মানুষ। অপরদিকে বৃষ্টির মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মচারীদের। লোকসভা ভোটের পর এখানে একসাথে এত মানুষের ভিড় এই প্রথম। লাইনে দাঁড়িয়ে থাকা সকলেই যাতে পরিষেবা পায় তার জন্য তৈরি অঞ্চল প্রশাসন।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad