পাওয়ার পয়েন্ট প্রতিযোগিতায় রাজ্যে প্রথম দাসপুরে সুরজিৎ ঘোষ

 অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ‘স্বাধীনতার ৭৫:ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি’ এই বিষয়ে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পাওয়ার পয়েন্ট প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হলেন দাসপুরের সুরজিৎ ঘোষ। সম্প্রতি  স্বাধীনতা ৭৫ স্মরণে কলিকাতার মিত্র ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান বিষয়ক  রাজ্য স্তরের প্রতিযোগিতা। জেলা স্তরে যারা প্রথম হয়েছিলেন তারা এই রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সর্বসাধারণ বিভাগের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় জেলা স্তরের পর এবার রাজ্য স্তরেও প্রথম স্থান অধিকার করলেন  সুরজিৎ ঘোষ। ‘স্বাধীনতার ৭৫:ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি’ এই বিষয়ের উপর তিনি উপস্থাপনা রেখেছিলেন। এছাড়া কয়েক মাস আগে স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া রাজ্য স্তরের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতাতেও তিনি প্রথম হন। সুরজিতের বাড়ি দাসপুর- ২ ব্লকের কামালপুর গ্রামে। বর্তমানে সুরজিৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন পি.এইচ. ডি গবেষক এবং মেদিনীপুর শহরের শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর শিশু নিকেতনের একজন সহকারী শিক্ষক। গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি তার লেখা কিছু কবিতা ও গবেষনাধর্মী প্রবন্ধ ইতিমধ্যে বেশ কয়েকটি পত্রিকা ও বইয়েতে প্রকাশিত হয়েছে বলে সুরজিৎবাবু জানান।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।