করোনা রোধে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন দাসপুরের সুরতপুর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

তনুশ্রী সামন্ত:করোনা রোধে দেশ,রাজ্য সারা বিশ্ব লকডাউনের মধ্যে। খরচ হচ্ছে বিপুল পরিমান অর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা রিলিফ ফান্ড তৈরী করে সেই ফান্ডে অর্থ সংগ্রহ করে কোভিড-১৯ এর টেস্ট থেকে ট্রিটমেন্ট-এ ব্যয় করছেন।

ইতিমধ্যেই আমাদের ঘাটাল দাসপুর চন্দ্রকোণার বহু মানুষ ব্যক্তিগত ভাবে আবার কখনো সমষ্টিগত ভাবে আর্থিক সহায়তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করেছেন।

এবার দাসপুরের সুরতপুর শ্রীঅরবিন্দ উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাঁদের এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফাণ্ডে দান করলেন। মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ২২হাজার ২৫৪টা ওই তহবিলে দান করেছেন বলে জানা গেছে।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭