ঘাটালে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাবদ মাসে প্রায় ৪০ কোটি টাকা দিতে হয়

মনসারাম কর, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: জানেন কি, ঘাটাল মহকুমার হাইস্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য মাসে প্রায় ২০ কোটি টাকা বেতন হিসেবে দিতে হয়? ঘাটাল মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অফিস সূত্রে এই তথ্যই জানা গিয়েছে।
এই মুহূর্তে ঘাটাল মহকুমার মোট হাইস্কুলের সংখ্যা ২১৫টি। তার মধ্যে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৯২টি। মাধ্যমিক ৫৭টি, মাদ্রাসা সাতটি এবং নিউ সেটআপ স্কুল ৫৯টি(অষ্টম শ্রেণি পর্যন্ত)।
ওই স্কুলগুলির জন্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে রয়েছেন তিন হাজার ২২৪ জন। ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মাসিক বেতন দেওয়ার জন্য রাজ্যের কোষাগার থেকে প্রতি মাসে ১৯ কোটি ৯৫লক্ষ ৬৭ হাজার ১৫৬ টাকা ব্যয় হয়। এর সঙ্গে ধরা নেই অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পেনশন এবং ভবিষ্যৎ নিধির টাকা। ভবিষ্যৎ নিধির টাকাও প্রতি মাসে প্রায় দু’কোটি। আর মাসিক পেনশনের টাকার পরিমাণও বেশ কয়েক কোটি।
এ তো গেল শুধু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের বেতনের হিসেব। এর সঙ্গে প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং মহকুমার চারটি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বেতনের হিসেব ধরলে শিক্ষা খাতে এই মহকুমার জন্যই প্রতি মাসে ৪০ কোটি টাকার আশপাশে হিসেবটা দাঁড়াবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।