চেষ্টা করেও প্রাণীটিকে বাঁচানো গেল না

সন্দীপ পাল: ২৫ মে রাতে চন্দ্রকোণা থানার অহল্যাবাই রোডে এই প্রাণীটিকে জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাত ১০টা নাগাদ তাঁরা ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দেখতে পান পিচ রাস্তার উপর প্রাণীটি জখম অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। তাঁরা প্রাণীটিকে তুলে নিয়ে শুশ্রূষার চেষ্টা করেন। কিন্তু আধ ঘন্টার মধ্যেই প্রাণীটি মারা যায়।
কী প্রাণী সেটি এলাকার বাসিন্দারা সঠিক করে বলতে পারছেন না। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরাকে হোয়াটসঅ্যাপে প্রাণীটির ছবি পাঠানো হয়। তিনি ছবি দেখে বলেন, এটি এক বিশেষ প্রজাতির শেয়াল হতে পারে। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, যেহেতু প্রাণীটি মারা গিয়েছে তাই এনিয়ে বনদপ্তরের আর কিছু করার নেই।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad