হামলা: বিধায়কই হামলা করতে পাঠিয়েছিলেন বলে থানাতেই স্বীকার করলেন ধৃতরা

নিজস্ব সংবাদদাতা:১৭ এপ্রিল ঘাটাল লোকসভার সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বাড়িতে হামলা করা হয়েছিল ঘাটালের বিধায়কের নির্দেশেই। পুলিশের কাছে জেরায় এমনটাই স্বীকার করেছেন ধৃতরা। গতকাল ঘাটাল শহরের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডে সাংসদ  প্রতিনিধি রামপদ মান্না এবং তাঁর স্ত্রী তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নার বাড়িতে প্রায় ২০-২২ জন যুবক গিয়ে হামলা চালান। রামবাবুর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নানা রকম হুমকিও দেন। ওই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই বিষয়টি দীপক অধিকারী দেবের কানে পৌঁছায়। রাজ্যস্তর থেকেই বিষয়টি পর্যায়ক্রমে মুখ্যমন্ত্রী, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুর জেলার এসপির কাছে আসে। রামবাবু বলেন, আমাকে ঘটনার বিবরণ জানতে চেয়ে শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ কথা বলেছেন। এসপি বহুবার ফোন করেছেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক এবং ঘাটাল থানার ওসি রামবাবুর বাড়ি গিয়ে ঘটনার তদন্ত করেছেন। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গিয়েছে। সেই সঙ্গে পাঁচজন তৃণমূল কর্মীকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত থানায় আটকে থাকা ওই তৃণমূল কর্মীরা পুলিশের কাছে  স্বীকার করেন, ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই তাঁদেরকে রামপদ মান্নার বাড়িতে হামলা করতে পাঠিয়েছিলেন। রামবাবু বলেন, ধৃতরা শুধু মুখেই স্বীকার করেননি লিখিত বিবৃতিও দিয়েছেন। যদিও ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, আমি দুপুরে বাড়িতেই ছিলাম। আমি কাউকে রামপদবাবুদের বাড়ি পাঠাইনি।
এদিকে ওই ঘটনার পরই জেলা পুলিশের পক্ষ থেকে রামবাবুর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।