বৃষ্টির জলে ভেসে যাচ্ছে মন্দির,সোনামুইতে দিল্লীশ্বরী ভক্তদের পথ চেয়ে রাস্তায়

স্বামীর প্রতিষ্ঠিত কালী মুর্তি আঁকড়ে স্বামী হারা রাধারানী দেবী। বর্ষার জলে ভেঙে পড়েছে ছিটেবেড়ার তৈরি দোচালা মন্দির। ভগবান এখন গৃহহারা। ভক্তরা এই কালীমাকে ভীষণ বিশ্বাস করলেও ভক্তদের অট্টালিকায় স্থান নেই সেই পুজিত ভগবানের। ভগবান এখন ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারের এক অস্থায়ী দোকানে।

ইচ্ছে করলে রাধারানী দেবী ভক্তদের থেকে ভগবানের নামে দেদার টাকা তুলে মুনাফা কামাতে পারতেন। ভগবানের নামে ব্যবসা করে বড় কোনো মন্দিরও বানাতে পারতেন। কিন্তু তা করতে দ্বিধা ৭০ এর দোর গড়ায় পৌঁছে যাওয়া রাধারাণী দেবীর। দৈনিক পুজো কিংবা বিবাহে ভক্তরা খুশি মনে যা দেন তাতেই দিন গুজরান হয়ে যায়। উদ্দেশ্য শুধু ভগবানের সেবা,স্বামীর অবর্তমানে কালী মায়ের দেখভাল।

আমরা কথা বলছি দাসপুর ২ ব্লকে ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারে সোনামুই লাগোয়া দিল্লীশ্বরি খালের ধারের দিল্লিশ্বরী শ্যামা মন্দিরের। কদিনের টানা বৃষ্টিতে মাটির মন্দির ভেঙেছে। স্বামী মারা যাবার পর রাধারাণী দাস মন্দিরের দেখভাল করেন। দেশেহারা রাধারানী দেবী কালী মুর্তি নিয়ে উঠেছেন ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারের এক দোকানের ছাউনিতে।

স্থানীয় গৌরা গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য চেষ্টায় আছেন প্রশাসনিক ভাবে যদি কিছু করা যায়। তবে মন্দিরের এই অবস্থার কথা জেলা ও জেলার বাইরে দূরদূরান্তের অনেক ভক্তদের কানে ইতি মিধ্যেই পৌঁছেছে। আশা করা যাচ্ছে ভগবানের ডাকে এবার ভক্তের সাড়া মিলবে

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭