কুশপাতা থেকে গয়না বাক্স ও সার্টিফিকেট চুরি

•ছবিটি প্রতীকী, চুরি যাওয়া বাক্সের নয়

নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে সোনার গয়নার বাক্স ও সমস্ত স্কুল সার্টিফিকেট চুরি হল এক কলেজ ছাত্রীর। ওই ছাত্রীর নাম তিথি কর্মকার। ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ড কুশপাতাতে বাড়ি। তিথিদের ওই  ত্রিতল বাড়ির মধ্যেই মায়াপুর অনুমোদিত ধর্মচর্চার আসর বসে। শ্রীকৃষ্ণ ভক্তরা প্রত্যহ নিয়ম অনুযায়ী নাম-সংকীর্তন করেন এবং রাত্রিবাস করেন। সেই সঙ্গে তিথি ও তাঁর মা থাকেন। তিথি বলেন, একটি রুমে  বাক্সের মধ্যে আমার স্কুল ও কলেজের সার্টিফিকেট সহ সমস্ত নথি ও কিছু সোনার গয়না ছিল। কয়েক দিন আগে গিয়ে দেখি সেই বাক্সটিই নেই। ওই বাক্স খোয়া যাওয়ার বিষয়টি আমি ঘাটাল থানাতেও জানিয়েছি। পুলিশ  নথি হারিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছে বলে স্বীকার করেছে।
শ্রীকৃষ্ণভক্তদের ঘেরাটোপের মধ্য থেকে কী করে ওই বাক্সটি খোয়া গেল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে অপ্রস্তুত বোধ করছেন ওই বাড়িতে থাকা আবাসিক শ্রীকৃষ্ণঅনুরাগীরাও।  শ্রীকৃষ্ণঅনুরাগী তপনকুমার মাইতি বলেন, বিষয়টি জানার পর আমাদের খুবই খারাপ লাগছে। তিথির মা মিতা বসু কর্মকার আমাদেরকে চুরির ঘটনাটি যখন বলেন তখন আমরা বিশ্বাস করতেই পারিনি। অত বড় একটি বাক্স কী ভাবে উধাও হয়ে গেল বুঝে উঠতে পারছি না। সিসি ক্যামেরা থাকলে এতদিনে রহস্য উন্মোচন হয়ে যেত। •ছবিটি প্রতীকী, চুরি যাওয়া বাক্সের নয়

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।