ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনের আলোয় ভর দুপুরে একের পর এক দোকানে চুরির অভিযোগে এলাকাবাসীদের হাতে ধৃত এক যুবক। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওই যুবককে গাছের সাথে বেঁধে খবর দেওয়া হল দাসপুর থানায়। ঘটনা দাসপুর থানার গোবিন্দপুর চৌরাস্তার বাজারের।
১০ জুন শনিবার দুপুর ১টা নাগাদ কয়েকটি দোকানে এক যুবক চুরির ঘটনা ঘটায়। দোকানে ঢুকে চুরির সময় ওই যুবককে পথ চলতি মানুষেরই হাতেনাতে ধরে ফেলেন। গাছে বেঁধে চলে গণধোলাই। পরে ওই বাজারের দোকানদাররা খবর দেয় দাসপুর থানায়। ঘটনাস্থলে দাসপুর থানা পুলিশ পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, দিন দশেক আগেও ওই বাজারে চুরির ঘটনা ঘটে। সে চুরির অভিযোগে তখনও পুলিশ এই যুবককে তুলে নিয়ে যায়। কিছুদিন আগেই যুবকটিকে ছাড়া পায়। ছাড়া পেয়ে সে আবার সেই চুরির ঘটনা ঘটালো বাজারে। আতঙ্কে এখন এলাকাবাসী। ব্যবসায়ীরা বলেন, দিনের বেলাতেও যদি এভাবে চুরির ঘটনা ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











