এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খদ্দের সেজে চন্দ্রকোণা শহরে ক্যাশবাক্স থেকে টাকা চুরি

Published on: June 16, 2020 । 7:55 PM

নিজস্ব সংবাদদাতা: ভর সন্ধ্যায় খদ্দের সেজে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। আজ ১৬ জুন সন্ধ্যায় এরকমই ঘটনা ঘটল চন্দ্রকোণা শহরের ৫ নম্বর ওয়ার্ডের গোঁসাই বাজারে। সন্ধ্যা নামার মুখে গোঁসাইবাজারের আতিউর রহমানের জুতোর দোকানে খদ্দের হিসেবে আসে ওই দুষ্কৃতিরা। গোডাউনে জুতো আনতে যেতেই ড্রয়ার থেকে টাকা নিয়ে পালায় তারা। সন্ধ্যা বেলায় এই ধরনের ঘটনা ঘটায় ওই শহরের ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ওই দোকানের মালিক বলেন, এদিন সন্ধ্যায় দুই ক্রেতা জুতো দোকানে আসে। আমি তাদের জন্য গোডাউন থেকে জুতো আনতে যাই। ওই সময়েই তারা ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৫ হাজারটাকা নিয়ে চম্পট দেয়। তবে ওই দুই দুষ্কৃতী চম্পট দিলেও রয়ে গিয়েছে তাদের বাইকটি। পুলিস সেই বাইকের ক্লু ধরে তদন্ত শুরু করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad