এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের প্রতাপপুরে দুটি মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

Published on: November 14, 2019 । 10:31 AM

নিজস্ব সংবাদদাতা: ১৩নভেম্বর রাতে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে পর পর দুটি মন্দিরে চুরি হওয়ায় এলাকায়

 

চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ১৪ নভেম্বর সকালে দেখা যায় প্রতাপপুরের অধিকারীদের গৌরাঙ্গ মন্দিরের পাঁচটি তালা ভাঙা। দুষ্কৃতীরা মন্দিরের বিগ্রহের গয়না ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। একই ঘটনা ঘটেছে ওই গ্রামের শীতলা মন্দিরে। ওই মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখা যায় মূর্তির সোনা ও রূপার গয়না নেই। পুজোর বাসনপত্রও খোয়া গিয়েছে। ছবি পাঠিয়েছেন সুভাষ অধিকারী

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad