এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রত্নেশ্বরবাটীতে শিবমন্দিরে চুরি

Published on: July 6, 2020 । 9:27 AM

সুরজিৎ সাঁতরা: ঘাটাল থানার রত্নেশ্বরবাটী বটতলার শিব মন্দিরে চুরি। রবিবার রাতে শিবমন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের সেবাইত অসিত চক্রবর্তী বলেন, আজ ৬ জুলাই সোমবার সকালে ওই চুরির বিষয়টি জানা যায়। মন্দির খুলে দেখা যায় মন্দিরের মধ্যে শিবের রুপোর পৈতা ও সাপগুলি নেই। এছাড়াও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের একটি ভূষিমাল দোকানেও রবিবার রাতে দুষ্কৃতীরা চুরি করার চেষ্টা চালায়। কিন্তু পারেনি।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]