এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

Published on: October 7, 2020 । 6:17 PM

দীপক কর: মঙ্গলবার রাতে দাসপুর থানার কিসমত কলোড়া গ্রামের একটি প্রাচীন মন্দিরে চুরি হল। শ্রীধর জীউ নামে ওই মন্দিরটি গ্রামের কর পাড়াতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ ৭ অক্টোবর সকালে মন্দিরের পুরোহিত যখন মন্দির পরিষ্কার করতে যান তখনই মন্দিরের গেটের তালাগুলি ভাঙা অবস্থায় দেখা যায়। মন্দিরের মধ্যে বিগ্রহের সোনা ও রুপোর গয়নাগুলিও নেই। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তারা মৌখিক ভাবে ঘটনাটির কথা শুনেছে।  তবে এনিয়ে কেউই লিখিত অভিযোগ করেননি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]